শুক্রবারের আমল সমুহ

শুক্রবারের আমল

মুসলিমদের জন্য আল্লাহ তা'আলা জুম্মার দিন বা শুক্রবার অনেক মর্যাদাপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেছেন। তাই শুক্রবারের আমল করে আল্লাহ তা'আলার নৈকট্য অর্জন করতে হবে। জুমুআ নামে আল্লাহ তা'আলা পবিত্র আল-কোরআনে একটি সূরা নাজিল করেছেন।


শুক্রবারের আমল সমুহ গুলো আমাদের পালন করতে হবে। জুমু'আহ হলো আরবী শব্দ। জুমু'আহ শব্দের, বাংলা অর্থ হলো একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া ইত্যাদি।

শুক্রবারের আমল সমুহ সম্পর্কে নিম্নে দেওয়া হলো-

  • শুক্রবারে আগে আগে ঘুম থেকে উঠা।
  • শুক্রবারে বেশি বেশি দুরুদ পাঠ করা।
  • শুক্রবারে আগে আগে মসজিদে আসা।
  • শুক্রবারে দোয়া করা, কারণ এদিনে দোয়া অধিক পরিমানে কবুল হয়।
  • শুক্রবারে কাতার ভেঙে সামনে যাওয়া নিষেধ।
  • শুক্রবারে সূরা কাহাফ তিলাওয়াত করা।
  • শুক্রবারে আগে আগে গোসল করা।
  • শুক্রবারে সুগন্ধি ব্যবহার করা।
  • শুক্রবারে পায়ে হেটে মসজিদ যাওয়া।
  • শুক্রবারে খুতবার সময় চুপ থায়। 
  • শুক্রবারে তাহিয়াতুল মসজিদ আদায় করা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url