গুনাহ মাফের দোয়া আমল জিকির তাসবিহ ও হাদিস - জিনার গুনাহ মাফের দোয়া

গুনাহ মাফের দোয়া

আমরা জেনে বুঝে বা অজানতে অনেক ধরণের গুনাহ করে থাকি। তাই মহান আল্লাহ তা'আলার কাছে বেশি বেশি গুনাহ মাফের জন্য দোয়া, আমল, জিকির ও তাসবিহ পাঠ করতে হবে। গুনাহ মাফের দোয়া যে কয়টি আছে আমাদের মুখস্ত করে বা দেখে দেখে পাঠ করতে হবে। যখন সময় পাওয়া যাবে এই দোয়া গুলো পাঠ করতে হবে।


আমরা জানি আল্লহ তা'আলা ক্ষমাশীল। আমরা আল্লাহ তা'আলার কাছে মাফ চাইলে তিনি আমাদের ফিরিয়ে দিবে না। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আপনি করে থাকলেও তিনি মাফ করে দিবেন। এছাড়া তিনি জিনার গুনাহ মাফ করে থাকেন। নেক নিয়তে দোয়া করলে ও ক্ষমা চাইলে তিনি ৮০ বছরের গুনাহ মাফ করে দিতে পারেন।

আল্লহ তা'আলা কবিরা গুনাহ ও মাফ করে থাকেন। কবিরা গুনাহ মাফের জন্য বিভিন্ন উপায় রয়েছে। আপনি সহি নিয়তে কবিরা গুনাহ মাফের জন্য আল্লহ তা'আলার কাথে তওবা করেন, কবিরা গুনাহ মাফের জন্য বিভিন্ন আমল করেন ও দোয়া করেন। তিনি আপনার সকল গুনাহ মাফ করে দিবেন।

গুনাহ মাফের জন্য বিভিন্ন দোয়া, আমল, জিকির ও তাসবিহ সহ গুনাহ মাফের কিছু হাদিস এবং রমজানে গুনাহ মাফের দোয়া এই আর্টিকেলে দেওয়া হয়েছে। দোয়া গুলো বার বার এই আর্টিকেল দেখে পড়লে আপনার সহজে মুখস্ত হয়ে যাবে।

একনজরে গুনাহ মাফের দোয়া

দোয়ার নাম

গুনাহ মাফের দোয়া

দোয়া আরবিতে -

سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

দোয়া বাংলা উচ্চারণ

সামিনা- ওয়া আত্বানা- গুফরা-নাকা রব্বানা- ওয়া ইলাইকাল মাসীর

দোয়া বাংলা অর্থ

আমরা শুনলাম এবং মেনে চললাম, হে আমাদের পালনকর্তা, তোমার ক্ষমা এবং তোমারই কাছে প্রত্যাবর্তন।

দোয়াটির উৎস

সূরা বাক্বারাহ, আয়াত নং - ২৮৫

দোয়াটির মূলভাব

আল্লাহ তা'আলার কাছে ক্ষমা বা মাফ চাওয়া



গুনাহ মাফের দোয়া


তিরমিজি শরীফের হাদিস নং ৩২৭৬ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন - কেউ যদি গুনাহ করে ফেলে, এবং তার গুনাহ বুঝতে পেরে পবিত্রতা অর্জন করে, তারপর দুই রাকাত নামাজ আদায় করে, আল্লাহর কাছে মাফ চাই, তাহলে আল্লাহ তা'আলা মাফ করে দেন।

এখন এই আর্টিকেলে আপনাদের ৫ টি গুনাহ মাফের দোয়া আরবি ও বাংলাতে উচ্চারণ এবং অর্থ সহ দেওয়া হলো।

গুনাহ মাফের দোয়া ১ (সূরা বাক্বারাহ, আয়াত নং - ২৮৫)

سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

বাংলা উচ্চারণ : সামি‘না- ওয়া আত্বা‘না- গুফরা-নাকা রব্বানা- ওয়া ইলাইকাল মাসীর।

বাংলা অর্থ : আমরা শুনলাম এবং মেনে চললাম, হে আমাদের পালনকর্তা, তোমার ক্ষমা এবং তোমারই কাছে প্রত্যাবর্তন।

গুনাহ মাফের দোয়া ২ (সূরা আত-তাহরীম, আয়াত নং - ০৮)


رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

বাংলা উচ্চারণ : রব্বানা- আতমিম লানা- নূরানা- ওয়াগফিরলানা- ইন্নাকা ‘আলা- কুল্লি শাইয়িন ক্বদীর।

বাংলা অর্থ : হে আমাদের পালনকর্তা, আমাদের জন্য আমাদের নূরকে পূর্ণ করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান।

গুনাহ মাফের দোয়া ৩ (সূরা আল ক্বসাস, আয়াত, নং - ১৬)


رَبِّ إِنِّىْ ظَلَمْتُ نَفْسِىْ فَاغْفِرْ لِىْ

বাংলা উচ্চারণ : রব্বি ইন্নী যলামতু নাফসী ফাগফিরলী।

বাংলা অর্থ : প্রভু, আমি নিজের উপর অন্যায় করেছি, তাই আমাকে ক্ষমা করুন

গুনাহ মাফের দোয়া ৪ (সূরা আল মু’মিনূন, আয়াত নং - ১১৮)


رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ

বাংলা উচ্চারণ : রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর্ র-হিমীন।

বাংলা অর্থ : প্রভু, ক্ষমা করুন এবং দয়া করুন এবং আপনি ভাল দয়ালু

গুনাহ মাফের দোয়া ৫ (সূরা আল আ‘রাফ, আয়াত নং - ১৫৫)


أَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الْغَافِرِينَ

বাংলা উচ্চারণ : আনতা ওয়ালিয়্যুনা- ফাগফিরলানা- ওয়ারহামনা- ওয়া আনতা খাইরুল গা-ফিরীন

বাংলা অর্থ : আপনি আমাদের অভিভাবক, সুতরাং আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন এবং আপনি ক্ষমাকারীদের মধ্যে সর্বোত্তম।

সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফের দোয়া


জানা অজানা সমস্ত গুনাহ এর জন্য আমরা আল্লাহ তা,আলার কাছে সব সময় মাফ চাইবো।
সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফের দোয়া হলো নেক নিয়তে আল্লাহ তা'আলার কাছে মাফ চাইলে এবং উপরে দেওয়া দোয়া গুলো বেশি বেশি পাঠ করা। নিয়ত সঠিক হলে তিনি সমসম্ত গুনাহ মাফ করে দিবেন।

জিনার গুনাহ মাফের দোয়া


জিনার গুনাহ মাফের দোয়া সম্পর্কে বলতে গেলে রসুল (সা:) একটি হাদিসে বলেন, সত্য নিয়তে আল্লাহ তা,আলার কাছে মাফ চাইলে সব গুনাহ মাফ পাওয়া যায়। তবে সেই গুনাহ দ্বিতীয় বার আর করা যাবে না। আপনি সঠিক পথে এসে আল্লাহ তা'আলার কাছে চাইলে তিনি মাফ করে দিবেন।

জিনার গুনাহ মাফের দোয়া বা সমস্ত গুনাহ মাফের দোয়া


মুসলিম, মিশকাত হা/৯৬৭ নং এ রাসুল (সা:) বলেন যে ব্যাক্তি নিম্নের দোয়াটি প্রতি ফরজ নামাজের শেষে আদায় করবে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে।

দোয়াটি হলো : سُبْحَانَ اللهِ، اَلْحَمْدُ ِللهِ، اَللهُ أَكْبَرُ، لآ إلهَ إلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ وَ هُوَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرٌ

বাংলা উচ্চারণ :
  • সুবহা-নাল্লা-হ - ৩৩ বার
  • আলহামদুলিল্লা-হ - ৩৩ বার
  • আল্লাহু-আকবার - ৩৩ বার
  • লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহূ লা শারীকা লাহু; লাহুল মুল্কু ওয়া লাহুল হাম্দু ওয়া হুয়া ‘আলা কুল্লে শাইয়িন ক্বাদীর - ১ বার

বাংলা অর্থ : মহান আল্লাহ্‌, আল্লাহ্‌র প্রশংসা, আল্লাহ্‌ মহান, একমাত্র আল্লাহ্‌ ছাড়া কোন উপাস্য নেই, তাঁর কোন শরীক নেই, রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই, এবং তিনি সব কিছুর উপরে।

৮০ বছরের গুনাহ মাফের দোয়া বাংলা


হজরত আবু হুরাইরা (রা:) বলেছেন রাসূল (সা:) থেকে শুনেছেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজ আদায় করার নামাজের স্থান থেকে না উঠে, ওই স্থানে বসা অবস্থায় ৮০ বার নিম্নে উল্লেখিত দরুদ শরীফ টি পড়বে, সেই ব্যাক্তির ৮০ বছরের গুনাহ খাতা মাফ হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় যোগ করা হবে।

৮০ বছরের গুনাহ মাফের দোয়া টি হলো : اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِهِ وَسَلِّم تَسْلِيْمَا

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা

বাংলা অর্থ : হে আল্লাহ, বরকত বর্ষণ করুন মুহাম্মাদ, নিরক্ষর নবী এবং তাঁর পরিবারকে, এবং শান্তি দান করুন

গুনাহ মাফের আমল


অনেক গুলো আমল রয়েছে, যে গুলো করলে গুনাহ মাফ পাওয়া যায়। এই সকল আমল এর মধ্যে ১০ টি গুরুত্বপূর্ণ গুনাহ মাফের আমল পর্যায়ক্রমে দেওয়া হলো-
  • প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহ পড়া
  • নবীর ভালোবাসা
  • নবীর ওপর দরুদ পাঠ করা
  • ফজর ও মাগরিব নামাজের পর নির্দিষ্ট দোয়া
  • উত্তমরূপে অজু করা
  • পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা
  • জুমার নামাজ আদায় করা
  • নামাজের জন্য মসজিদে গমন
  • ফাতিহা শেষে আমিন বলা
  • রুকু থেকে উঠে ‘রব্বানা লাকাল হামদ’ বলা

গুনাহ মাফের জিকির


গুনাহ মাফের জিকির হলো "সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী"। প্রতিদিন যেকোনো সময়ে এই জিকির ১০০ বার পাঠ করলে আল্লাহ তা'আলা আপনার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন।

গুনাহ মাফের তাসবিহ


গুনাহ মাফের তাসবিহ হলো "সুবহান'আল্লাহ
৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহুআকবার ৩৩ বার এবং লা ইলা হা ইল্লাল্লাহু অহদাহু লা শারীকালাহু লাহুল মূলক অলাহুল হামদ অহুয়া আলা কুল্লি শায়ইন ক্বাদীর ১ বার"। প্রতি ফরজ নামাজ শেস করে ১০০ বার এই তাসবিহ পাঠ করলে আল্লাহ তা'আলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। (রিয়াদুস সলেহিন - ১৪২৭)

রমজানে গুনাহ মাফের দোয়া


রমজানে গুনাহ মাফের জন্য দোয়া ও আল্লাহ তা'আলার কাছে ক্ষমা চাইতে হবে। রাসুল (সা:) বলেন যে ব্যাক্তি রমজানে তারাবি নামাজ ও রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহ খাতা আল্লাহ তা'আালা ক্ষমা করে দিবেন।

FAQ

গুনাহ মাফের দোয়া কি?

গুনাহ মাফের জন্য আল্লাহ তা'আলার কাছে বিভিন্ন ভাবে দোয়া করা যায়। নেক নিয়তে দোয়া করলে এবং পরবর্তিতে সেই গুনাহ আর না করলে আল্লাহ তা'আলা নিশ্চয় আপনাকে ক্ষমা করে দিবেন।


শেষ কথা


আমাদের এই educationbangla.info ওয়েব সাইটে আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ সহ সকল দোয়া, হাদিস, আমল, জিকির, তাসবিহ ইত্যাদি বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা আমাদের ওয়েব সাইট ঘুরে সকল কিছু দেখতে পারেন।

Next Post
No Comment
Add Comment
comment url