ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ফজিলত

ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ফজিলত

জুল জালালি ওয়াল ইকরাম হলো আল্লাহ তা'আলার ৯৯ টি নামের মধ্যে একটি। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ফজিলত হলো ধন-দৌলত লাভ করা, দুনিয়া ও পরকালের সব কাজ-কর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া, সব কাজের ভালো ফলাফল পাওয়া ইত্যাদি। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর অর্থ সমস্ত সৃষ্টি জগতের অধিপতি, যিনি সৃষ্টিকুল থেকে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহত্ব ও বড়ত্ব এবং দয়া ও ইহসানের অধিকারী।


এই আর্টিকেলে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ফজিলত সম্পর্কে কয়েকটি হাদিস আলোচনা করা হয়েছে।

১. যে ব্যক্তি সকল সময়ে আল্লাহর গুণবাচক নাম "ইয়া জাল জালালি ওয়াল ইকরাম" প্রতিদিন পাঠ করবে, সেই ব্যক্তিকে আল্লাহ তা'আলার পক্ষ থেকে ধন-দৌলত লাভ করবে।

২. যে ব্যক্তি আল্লাহর গুণবাচক নাম "ইয়া জাল জালালি ওয়াল ইকরাম" প্রতিদিন পাঠ করবে, সেই ব্যক্তিকে আল্লাহ তা'আলা তার আমল দুনিয়া ও পরকালের সব কাজ-কর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেবেন।

৩. যে ব্যক্তি আল্লাহর গুণবাচক নাম "ইয়া জাল জালালি ওয়াল ইকরাম" প্রতিদিন পাঠ করবে, আল্লাহ তা'আলা সেই ব্যক্তি সব কাজের ভালো ফলাফল দান করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url