দোয়া কবুলের আমল বিস্তারিত

দোয়া কবুলের আমল

দোয়া কবুলের আমল করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ দোয়া কবুল না হলে সেই দোয়া ভিত্তিহীন হবে। দোয়াকে ইসলামে ইবাদতের মূল বলা হয়েছে।


দ্রুত দোয়া কবুলের আমল অনেক গুলো রয়েছে, দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ সময় ও স্থান রয়েছে। এ সকল সময় ও স্থানে দোয়া করলে আল্লাহ তা'আলা দোয়া কবুল করে থাকেন।

শুক্রবারের দোয়া কবুলের আমল একটি গুরুত্বপূর্ণ দিন। মানুষের দোয়া কবুল হওয়ার জন্য এমন কিছু দিন আছে, যেমন শুক্রবারের দোয়া কবুলের জন্য উত্তম একটি ওসিলা। এই দিনে আল্লাহ তা'আলা আপনার দোয়া কবুল করতে পারেন।

জুমার দিনের দোয়া কবুলের আমল করতে হবে, কারণ এই দিনে দোয়া কবুল হয়। মুসান্নাফে আব্দুর রাজ্জাক শরীফের একটি হাদিসে এসেছে, হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা:) বলেন, ৫ টি রাতে বান্দার সকল দোয়া আল্লাহ তা'আলা কবুল করেন। সেই ৫ টি রাত হলো-

  • জুমআর রাত
  • রজব মাসের প্রথম রাত
  • নিসফা শাবান তথা অর্ধ শাবানের রাত বা শবে বরাতের রাত
  • ঈদুল ফিতরের রাত
  • ঈদুল আজহার রাত।

দোয়া কবুলের পরীক্ষিত আমল গুলো নিম্নে দেওয়া হলো-

১. দান-সদকা - আল্লাহ তা'আলার জন্য গরীব অসহয় মানুষের মধ্যে দান-সদকা করা। এছাড়া নেক আমল করার পর, এই সকল নেক আমলের ওসিলা ধরে আল্লাহ তা'আলার কাছে দোয়া করা।

২. রোজা রাখা - আল্লাহ তা'আলার কাছে রোজা রেখে দোয়া করা।

৩. ইফতার - আল্লাহ তা'আলার কাছে ইফতারি সামনে রেখে দোয়া করা।

৪. নফল নামাজ - যখন সময় পাওয়া যবে, তখন নফল নামাজ আদায় করে আল্লাহ তা'আলার কাছে দোয়া করা।

৫. কোরআন পাঠ করা - যখন সময় পাওয়া যাবে, তখন কোরআনের যে কোনো একটি অংশ পাঠ করে আল্লাহ তা'আলার কাছে দোয়া করা।

দোয়া করার পদ্ধতি

উপরে দেওয়া ৫ টি নেক আমল করে আল্লাহ তা'আলার কাছে দোয়া করলে, সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে। তবে যে কোনো কিছু নিয়ে দোয়া করা যাবে না, নেক উদ্দ্যেস নিয়ে আল্লাহ তা'আলার কাছে দোয়া করতে হবে। দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ তা'আলার কাছে কি ভাবে দোয়া করবেন তার একটি উদাহরণ নিম্নে দেওয়া হলো-

হে আল্লাহ! আমি কোরআন পাঠ করছি, নফল নামাজ আদায় করেছি বা ফরজ নামাজ আদায় করেছি, রোজা রেখেছি বা দান-সাদকা করেছি, এই ওসিলায় আমার দোয়া আপনি কবুল করুন। আমার সকল ধরণের সমস্যা ও প্রয়োজন গুলো আপনি পূরণ করে দিন। আমাকে আপনি সুস্থতা দান করুন। আমাকে যাবতীয় বিপদ-আপদ থেকে আপনি রক্ষা করুন ইত্যাদি।

দোয়া করার সঠিক সময়

যে সকল সময়ে দোয়া করলে আল্লাহ তা'আলা দোয়া বেশি কবুল করেন, সেই সময় গুলো নিম্নে দেওয়া হলো-

  1. ভোর রাতে আল্লাহ তা'আলার কাছে দোয়া করা।
  2. যে কোনো নামাজের সেজদায় আল্লাহ তা'আলার কাছে দোয়া করা।
  3. রোজা অবস্থায় আল্লাহ তা'আলার কাছে দোয়া করা।
  4. ইফতারি সামনে নিয়ে আল্লাহ তা'আলার কাছে দোয়া করা।
  5. সফর অবস্থায় আল্লাহ তা'আলার কাছে দোয়া করা।
  6. আজান ও ইকামতের মাঝামাঝি সময়ে আল্লাহ তা'আলার কাছে দোয়া করা।
  7. জুমার দিন আসরের পর থেকে মাগরিবের মাঝামাঝি আল্লাহ তা'আলার কাছে সময়ে দোয়া করা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url