সূরা মুলক এর ফজিলত

সূরা মুলক এর ফজিলত

আল-কোরআনের ৬৭ নাম্বার সূরা হলো মুলক। সূরা মুলকের মোট আয়াত সংখ্যা ৩০ টি। সূরা মুলক এর ফজিলত হলো এই সূরা যে ব্যাক্তি তেলাওয়াতকারীকে আল্লাহ তা'আলার কাছে সুপারিশ করতেই থাকবে, সেই ব্যাক্তিকে ক্ষমা করে দেয়ার আগ পর্যন্ত। সূরা মুলকের রুকু সংখ্যা ২ টি। সূরা আল-মুলক মক্কায় অবতীর্ণ হয়েছিলো, তাই এই সূরাকে মাক্কী সূরা বলা হয়ে থাকে।


এই আর্টিকেলে সূরা মুলক পাঠ করার ফজিলত সম্পর্কে কয়েকটি হাদিস আলোচনা করা হয়েছে।

তিরমিজি শরীফে সূরা মুলক এর ফজিলত হাদিস


সুরা মুলক তেলাওয়াতের করা রাতের বেলা সব থেকে উত্তম। তবে এই সূরা যেকোনো সময় পড়া যাবে। সুরা মুলকের অর্থ বুঝে প্রতিদিন পাঠ করার অনেক ফজিলত ও তাৎপর্য রয়েছে। এই সুরাটি নামাজের সাথে পড়া উত্তম। সূরা মুলক মুখস্ত না থাকলে দেখে দেখে অর্থ বুঝে পাঠ করলে অনেক সাওয়াব পাওয়া যায়। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা:) সুরা মুলক প্রতিদিন রাতে তেলাওয়াত করে ঘুমাতেন।

মুসতাদরাকে হাকেম শরীফে সূরা মুলক এর ফজিলত হাদিস


রাসুলুল্লাহ (সা:) বলেছেন, "যে ব্যক্তি নিয়মিত সুরা মুলক তেলাওয়াত করবে, সেই ব্যাক্তি কবরের আজাব থেকে মুক্তি পাবে।"

বাইহাকি শরীফে সূরা মুলক এর ফজিলত হাদিস


রাসুলুল্লাহ (সা:) বলেন, "আমার মন চায় প্রত্যেক মুমিন ব্যাক্তির হৃদয়ে যেন সুরা মুলক মুখস্ত থাকে।"

আবু দাউদ শরীফে সূরা মুলক এর ফজিলত হাদিস


হজরত আবু হুরায়রা (রা:) বলেন, রাসুলুল্লাহ (সা:) বলেছেন, " আল-কোরআনে একটি ৩০ আয়াত বিশিষ্ট সুরা রয়েছে, সেই সূরাটি হলো সূরা মূলক। এই সূরা তেলাওয়াতকারীকে আল্লাহ তা'আলার কাছে সুপারিশ করতেই থাকবে, সেই ব্যাক্তিকে ক্ষমা করে দেয়ার আগ পর্যন্ত।"

ইবনে কাসির শরীফে সূরা মুলক এর ফজিলত হাদিস


রাসুলুল্লাহ (সা:) বলেছেন, "আমার একান্ত কামনা যে, সূরা মুলক আমার প্রত্যেক উম্মতের অন্তরে গেঁথে বা মুখস্ত থাকুক।"

শেষ কথা


এই আর্টিকেলে আমরা সূরা মুলকের অনেক গুলো ফজিলত শিখলাম। তাই আমরা এই সূরার সকল আমল গুলো পূরণ করবো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url