বাথরুমে যাওয়ার দোয়া বাংলা ও আরবিতে এবং বাথরুমে প্রবেশ করার নিয়ম

বাথরুমে যাওয়ার দোয়া

আপনি কি বাথরুমে প্রবেশ করার দোয়া টি জানতে চাইছেন? তাহলে এই আর্টিকেল টি আপনার জানার ইচ্ছা পূরণ করবে। বাথরুমে যাওয়ার দোয়া হলো "আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবা-ইস"। এই দোয়াটি পাঠ করে বাথরুমে প্রবেশ করতে হবে।

আপনি কি বাথরুমে যাওয়ার সঠিক নিয়ম জানেন? না জানা থাকলে জেনে নিন। বাথরুমে প্রবেশ করার নিয়ম হলো "জুতা বা স্যান্ডেল পায়ে দিয়ে যাওয়া, বাম পা দিয়ে প্রবেশ করা, মাথায় কাপর পরিধান করা ইত্যাদি"। এছাড়া আরো কিছু নিয়ম বা আদব রয়েছে, যে গুলো নিম্নে বর্ণনা করা হয়েছে।

এই আর্টিকেল টি সম্পর্ণ পাঠ করলে আপনি বাথরুমে যাওয়ার দোয়া টি শিখতে পারবেন, বাথরুমে প্রবেশ করার দোয়া বাংলা ও আরবিতে শিখতে পারবেন।

একনজরে বাথরুমে যাওয়ার দোয়া

দোয়ার নাম

বাথরুমে যাওয়ার দোয়া

দোয়া আরবিতে -

بِسْمِ اللهِ اَللهُمَّ إِنّيْ أَعًوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَ الْخَبَائِثِ

দোয়া বাংলা উচ্চারণ

বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ

দোয়া বাংলা অর্থ

আল্লাহর নামে, হে আল্লাহ, আমি মন্দ মন্দ জিনিস থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি

দোয়াটির উৎস

বুখারী তিরমিযী শরীফ

দোয়াটির মূলভাব

আল্লাহ তা'আলার কাছে মন্দ মন্দ জিনিস থেকে আপনার আশ্রয় চাওয়া


আরো পড়ুন : বাথরুম থেকে বের হওয়ার দোয়া


বাথরুমে যাওয়ার দোয়া


বুখারি শরীফের একটি হাদিসে বাথরুমে যাওয়ার দোয়া সম্পর্কে হজরত আনাস (রা:) বলেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাথরুমে যাওয়ার সময় বলতেন-

اَللهُمَّ إِنّيْ أَعًوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَ الْخَبَائِثِ

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ

বাংলা অর্থ : হে আল্লাহ, আমি তোমার কাছে মন্দ ও মন্দ জিনিস থেকে আশ্রয় চাই

বাথরুমে প্রবেশ করার দোয়া সম্পর্কে তিরমিজি শরীফের একটি হাদিস


বাথরুমে প্রবেশ করার দোয়া সম্পর্কে তিরমিজি শরীফের একটি হাদিসে হজরত আলি ইবনু আবি তালিব (রা:) বলেছেন, আল্লাহর রাসুল (সা:) বলেছেন, বাথরুমে প্রবেশ করার সময় জিনের চোখ ও আদম সন্তানের গোপনীয় অঙ্গসমূহের মধ্যে আরাল করতে বলতে হবে- بِسْمِ اللهِ

বাংলা উচ্চারণ : ‘বিসমিল্লাহি’

বাংলা অর্থ : আল্লাহর নামে।

তাহলল বাথরুমে প্রবেশ করার সময় দোয়া টি এভাবে পাঠ করা যায়-

بِسْمِ اللهِ اَللهُمَّ إِنّيْ أَعًوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَ الْخَبَائِثِ

বাংলা উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ

বাংলা অর্থ : আল্লাহর নামে, হে আল্লাহ, আমি মন্দ ও মন্দ জিনিস থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি

বাথরুমে প্রবেশ করার নিয়ম


বাথরুমে প্রবেশ করার নিয়ম সম্পর্কে অনেক গুলো হাদিস রয়েছে। নিম্নে সকল হাদিস গুলো আলোচনা করা হলো-

বাথরুমে প্রবেশ করার নিয়ম - আবু দাউদ


বাথরুমে প্রবেশ করার আগে দোয়া পাঠ করে প্রথমে বাম পা এবং পরে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে।

বাথরুমে প্রবেশ করার নিয়ম - বায়হাকি


বাথরুমে মাথায় কাপড় দিয়ে রাখতে হবে। বাথরুমের শেষে কুলুখ বা টয়লেট পেপোর ব্যবহার করা। বাম হাত দিয়ে কুলুখ ও পানি ব্যবহার করা।

বাথরুমে প্রবেশ করার নিয়ম - কানজুল উম্মাল


বাথরুমে জুতা বা স্যান্ডেল পায়ে দিয়ে প্রবেশ করতে হবে। খালি পায়ে বাথরুমে প্রবেশ করা যাবে না।

বাথরুমে প্রবেশ করার নিয়ম - বুখারী


বাথরুমে কিবলার দিকে এবং কিবলার পিছনের দিকে মুখ করে বসা যাবে না। প্রসাব ও অপরিষ্কার পানি থেকে নিজেকে দূরে রাখা।

FAQ

বাথরুমে যাওয়ার দোয়া পাঠ করার প্রয়োজনীয়তা কী?

একটি হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, নোংরা জায়গাগুলো জ্বিন ও শয়তানদের থাকার জায়গা। তাই তোমাদের মধ্যে কেউ যখন বাথরুমে যায়, সে যেন দোয়া পাঠ করে।


শেষ কথা


আমাদের এই educationbangla.info ওয়েব সাইটে আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ সহ সকল দোয়া, হাদিস, আমল, জিকির, তাসবিহ ইত্যাদি বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা আমাদের ওয়েব সাইট ঘুরে সকল কিছু দেখতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url