অসুস্থ ব্যক্তির জন্য দোয়া আরবি বাংলা উচ্চারণ অর্থসহ

অসুস্থ ব্যক্তির জন্য দোয়া

প্রতিটি মানুষের জিবনে অসুস্থতা আসে। কখনো অসুস্থ হয়নি এমন কোনো ব্যক্তিকে পাওয়া যাবে না। আমাদের আসে পাশে অনেকে অসুস্থ থাকে। রাসুল (সা:) অসুস্থ ব্যক্তির জন্য দোয়া পাঠ করা আমাদের শিখিয়েছেন। অসুস্থ ব্যক্তির জন্য কোন দোয়া পাঠ করতে হয় নিম্নে দেওয়া হলো।


অসুস্থ ব্যক্তির জন্য দোয়া


বুখারি শরীফ ৫৭৪২ নাম্বার হাদিসে এসেছে, আনাস বিন মালিক (রা:) বলেন, রাসুল (সা:) এই দোয়া পড়ে অসুস্থ ব্যক্তিদের ঝাড়ফুঁক করতেন। নিম্নে দোয়াটি দেওয়া হলো-

অসুস্থ ব্যক্তির জন্য দোয়া আরবিতে : اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبْ الْبَاسَ اشْفِهِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

অসুস্থ ব্যক্তির জন্য দোয়া বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা রাব্বান নাসি উজহিবাল বা’সি, ইশফিহি ওয়া আনতাশ-শাফি, লা শিফায়া ইল্লা শিফায়ুকা শিফায়ান লা ইউগাদিরু সাকমা।

অসুস্থ ব্যক্তির জন্য দোয়া অর্থ : হে আল্লাহ! মানুষের প্রতিপালক, কষ্ট দূরকারী। আমাকে আরোগ্য দিন, আপনি আরোগ্যকারী—আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই। এমন আরোগ্য দিন যেন কোনো রোগ না থাকে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url