দুই সিজদার মাঝের দোয়া আরবিতে বাংলায় উচ্চারণ ও অর্থসহ

দুই সিজদার মাঝের দোয়া ছবি

নামজে প্রতি রাকাতে দুই বার সিজদা দিতে হয়। এই দুই বার সিজদার মাঝে দোয়া পাঠ করার কথা হাদিসে এসেছে। এই আর্টিকেলে এই দোয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।


দুই সিজদার মাঝের দোয়া


দুই সিজদার মাঝের দোয়া হাদিসে ২ টি রয়েছে। এর মধ্যে যে কোনো একটি পাঠ করলেই হবে। নিম্নে দোয়া দুইটি দেওয়া হলো-

১. আব্বার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত দুই সিজদার মাঝের দোয়া


দুই সিজদার মাঝের দোয়া আরবিতে : اَللّهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِي وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ

দুই সিজদার মাঝের দোয়া বাংলা উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়া আফিনি, ওয়ারযুকনি।

দুই সিজদার মাঝের দোয়া অর্থ : হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন।

২. হজরত হুজায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত দুই সিজদার মাঝের দোয়া


দুই সিজদার মাঝের দোয়া আরবিতে : رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي

দুই সিজদার মাঝের দোয়া বাংলা উচ্চারণ : রব্বিগফির লী, রব্বিগফির লী।

দুই সিজদার মাঝের দোয়া অর্থ : হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন। হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন।

দুই সিজদার মাঝের দোয়া পড়ার বিধান


আব্বার রাদিয়াল্লাহু আনহু এবং হজরত হুজায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসুল (সা:) দুই সিজদার মাঝে দোয়া পাঠ করতেন। এটি ফরজ না, তবে আল্লাহ তা'আলার সন্তুষ্টির জন্য আমাদের এই ছোট ছোট আমল গুলো করতে হবে।

FAQ

দুই সিজদার মাঝের দোয়া না পড়লে কি নামাজ হবে?

নামাজ হবে, কারণ এটি ফরজ না। আমরা নামাজ আদায় করি আল্লাহ তা'আলার সন্তুষ্টি করার জন্য। তাই এই ছোটো ছোটো আমল গুলো আমাদের আদায় করতে হবে। রাসুল (সা:) কে অনুশরণ করে জিবন জাপন করতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url