কদরের নামাজের নিয়ম

কদরের নামাজের নিয়ম

কদরের নামাজের নিয়ম অন্য নামাজের মতন, তবে এই নামাজে নির্দিষ্ট সূরা দিয়ে আদায় করতে হয়। কদরের নামাজ ২ রাকাত করে মোট ৪ রাকাত। কদের নামাজের পর আপনার ইচ্ছা মতো নফল নামাজ আদায় করতে পারেন। নিম্নে কদরের নামাজের নিয়ম পর্যায়ক্রমে দেওয়া হলো-


  1. প্রথমে তাকবিরে তাহরিমা "আল্লাহু আকবার" বলে কদরের নামাজের নিয়ত বাঁধতে হবে।
  2. এরপর ছানা পঠ করতে হবে।
  3. এবার সূরা ফাতেহা পাঠ করতে হবে।
  4. সূরা মিলানো বা সূরা পাঠ করতে হবে।
  5. কদরের নামাজে প্রতি রাকাতে সূরা কদর ও তিনবার সূরা ইখলাস পাঠ করে সূরা মিলাতে হবে।
  6. এরপর রুকু ও সেজদা করতে হবে।
  7. এভাবেই দ্বিতীয় রাকাআত নামাজ আদায় করে তাশাহহুদ, দরূদ ও দোয়া মাছুরা পড়ে সালাম ফেরাতে হবে।
  8. একই ভাবে আরো ২ রাকাত নামাজ আদায় করে কদরের নামাজ শেষ করতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url