কসর নামাজের নিয়ম

কসর নামাজের নিয়ম

কসর নামাজের নিয়ম হলো ৪ রাকাত ফরজ নামাজ গুলো ২ রাকাত পাঠ করা। কসর নামাজ হলো মুসাফির ব্যক্তিদের জন্য। যে ব্যক্তি সর্বনিম্ন ৭৮ কিলোমিটার বা ৪৮ মাইল দূরে কোথাও যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিজ গ্রাম বা শহর পার হয়ে যায়, তখন সেই ব্যক্তিকে মুসাফির ব্যক্তি বলা হয়। মুসাফির ব্যক্তির কসর নামাজের নিয়ম নিম্নে দেওয়া হলো-

  1. যে সকল ফরজ নামাজ গুলো ৪ রাকাত সেই নামাজ গুলো ২ রাকাত কসর নামাজ আদায় করতে হবে।
  2. প্রথমে তাকবিরে তাহরিমা "আল্লাহু আকবার" বলে নামাজের নিয়ত বাঁধতে হবে।
  3. এরপর ছানা পাঠ করতে হবে।
  4. এবার সূরা ফাতেহা পাঠ করতে হবে।
  5. সূরা মিলানো বা যে কোনো একটি সূরা পাঠ করতে হবে।
  6. এরপর রুকু ও সেজদা করতে হবে।
  7. এভাবেই দ্বিতীয় রাকাআত নামাজ আদায় করতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url