ঈদুল ফিতরের নামাজের নিয়ম

ঈদুল ফিতরের নামাজের নিয়ম

ঈদুল ফিতরের নামাজের নিয়ম অন্য নামাজের মতন না, এই নামাজের আজান ও ইকামত নেই, এই নামাজের ৬ টি তাকবির রয়েছে। ঈদুল ফিতরের নামাজের নিয়ম নিম্নে পর্যায় ক্রমে দেওয়া হলো-


  • প্রথমে ঈদুল ফিতরের নামাজের নিয়ত করে, অন্য নামাজের মতো তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধবেন।
  • এরপর ছানা পড়তে হবে।
  • এবার আবার ৩ টি তাকবির বলতে হবে।
  • এই ৩ টি তাকবিরের মধ্যে ১ম ও ২য় তাকবিরে হাত তুলে ছেড়ে দিতে হবে, তবে ৩য় তাকবিরে হাত বেঁধে ফেলতে হবে।
  • এখন ইমাম সাহেব আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা এবং এর সঙ্গে অন্য একটি সুরা মেলাতে হবে।
  • এবার অন্য নামাজের মতোই রুকু এবং সিজদা করতে হবে। এই ভাবে প্রথম রাকাত নামাজ শেষ করতে হবে।
  • এবার ইমাম ২য় রাকাতে কিরাত পাঠ করে রুকুতে যাওয়ার আগে আবার ৩ তিন তাকবির দিতে হবে।
  • এবার প্রতি তাকবিরের সাথে হাত উঠাতে হবে এবং ছেড়ে দিতে হবে।
  • এখন ৪র্থ তাকবির বলে রুকুতে যেতে হবে।
  • এরের অন্য নামাজের মতোই নামাজ শেষ করতে হবে।
  • এবার নামাজ শেষে করে ইমাম মিম্বারে উঠবে।
  • মিম্বারে ২ টি খুতবা দিবেন।
  • এ সময়ে সকল মুসুল্লিকে ইমামের খুতবা ভালোকরে শুনতে হবে। এই সময়ে কোনো কথা বলা অথবা অন্য কোনো কাজ করা যাবে না।
  • এবার খুতবা শেষে সকলে ঈদগাহ ত্যাগ করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url