জুমার দিনের শ্রেষ্ঠ ১১ টি আমল

জুমার দিনের ১১ টি আমল

মুসলিমদের জন্য আল্লাহ তা'আলা জুম্মার দিনকে অনেক মর্যাদাপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেছেন। তাই জুমার দিনের আমল করে আল্লাহ তা'আলার নৈকট্য অর্জন করতে হবে। জুমুআ নামে আল্লাহ তা'আলা পবিত্র আল-কোরআনে একটি সূরা নাজিল করেছেন।


জুমার দিনের আমল সমূহ সম্পর্কে আল্লাহ তা'আলা সূরা জুমুআ ১০ নাম্বার আয়াতে বলেন, অতঃপর তোমাদের নামাজ সমাপ্ত হলে, পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান কর ও আল্লাহকে অধিকরূপে স্মরণ কর। যাতে তোমরা সফলকাম হও।

জুমার দিনের শ্রেষ্ঠ আমল গুলো আমাদের পালন করতে হবে। জুমু'আহ হলো আরবী শব্দ। জুমু'আহ শব্দের বাংলা অর্থ হলো একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া ইত্যাদি।

জুমার দিনের দোয়া কবুলের আমল আমাদের করা উচিত। দরসে তিরমিজি শরীফের একটি হাদিসে এসেছে, রাসূল (সা:) মদিনায় যাওয়ার পর, মদিনার আনসার সাহাবিরা একটি আলোচনায় করেন। সেই আলোচনায় তারা বলেন, ইহুদিদের জন্য শনিবার এবং নাসারাদের জন্য বরিবার তারা সবাই একত্রিত হয়। তাই, আমাদের জন্য সপ্তাহে একটি দিন ঠিক করতে হবে যে দিনে সবাই সমবেত হয়ে আল্লাহকে স্মরণ করব, নামাজ আদায় করবো এবং বিভিন্ন আমল করব। তারপর তারা ইয়াওমুল আরুবা শুক্রবারকে গ্রহণ করলেন।

জুমার দিনের ১১ টি আমল নিম্নে দেওয়া হলো-

১. জুমার দিনে আগে আগে ঘুম থেকে উঠা।
২. জুমার দিনে বেশি বেশি দুরুদ পাঠ করা।
৩. জুমার দিনে আগে আগে মসজিদে আসা।
৪. জুমার দিনে দোয়া করা, কারণ এদিনে দোয়া অধিক পরিমানে কবুল হয়।
৫. জুমার দিনে কাতার ভেঙে সামনে যাওয়া নিষেধ।
৬. জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করা।
৭. জুমার দিনে আগে আগে গোসল করা।
৮. জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা।
৯. জুমার দিনে পায়ে হেটে মসজিদ যাওয়া।
১০. জুমার দিনে খুতবার সময় চুপ থায়। 
১১. জুমার দিনে তাহিয়াতুল মসজিদ আদায় করা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url