জানাজার নামাজের নিয়ম

জানাজার নামাজের নিয়ম

জানাজার নামাজের নিয়ম অন্য সকল নামাজের নিয়ম থেকে ভিন্ন। জানাজার নামাজ আল্লাহ তাআলার জন্য আর দোয়া মৃত ব্যক্তির জন্য। নিম্নে পর্যায়ক্রমে জানাজার নামাজের নিয়ম দেওয়া হলো-


  • মৃত ব্যক্তিকে সামনে রেখে জানাজার নামাজ আদায় করতে হয়।
  • মৃত ব্যক্তির বুক বরাবর জানাজার নামাজের ইমাম দাঁরাবে।
  • ইমামের পিছনে মুসুল্লিরা কাতার হয়ে দাড়াবে।
  • এবার সকলকে জানাজার নামাজের নিয়ত করতে হবে। মনে মনে নিয়ত করা উত্তম।
  • এবার তাকবিরে তাহরিমা বলে কান পর্যন্ত হাত ওঠাতে হবে।
  • এবার ছানা পাঠ করতে হবে।
  • এরপর ২য় তাকবির বলে দরুদ পাঠ করতে হবে। এই তাকবিরে হাত ওঠানো যাবে না।
  • এরপর ৩য় তাকবির বলে মৃত ব্যক্তি ও মুসলমানদের জন্য দোয়া করতে হবে। এই তাকবিরে হাত ওঠানো যাবে না।
  • তারপর ৪র্থ তাকবির বলা হবে। এই তাকবিরে হাত ওঠানো যাবে না।
  • এবার ডান ও বাম দিকে সালাম ফেরাতে হবে।
  • এখন নামাজ শেষে ইমাম উচ্চ আওয়াজে তাকবির পাঠ করবে এবং বাকি দোয়া-দরুদ নিচু আওয়াজে পাঠ করবে। মুসুল্লিরা সকলে নিচু আওয়াজে তাকবির ও দোয়া-দরুদ পাঠ করবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url