সালাতুল তাসবিহ নামাজের নিয়ম

সালাতুল তাসবিহ নামাজের নিয়ম

সালাতুল তাসবিহ নামাজের নিয়ম অন্য নামাজের থেকে আলাদা, এই নামাজ ৪ রাকাতে মোট ৩০০ বার তাসবিহ পাঠ করতে হয়। সালাতুল তাসবিহ নামাজের অনেক ফজিলত রয়েছে। এই নামাজের সব থেকে বড় ফজিলত হলো জিবনের আগের সকল গোনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন।


সালাতুল তাসবিহ নামাজ রাসুল (সা:) প্রতি দিন ১ বার আদায় করতে বলেছেন। যদি প্রতিদিন না পারি তাহলে জুম্মার দিনে এই নামাজ আদায় করতে বলেছেন। যদি তাও না পারা যায়, তবে মাসে একদিন বা বছরে একদিন অথবা জিবনে একবার হলেও সালাতুল তাসবিহ নামাজ আদায় করতে বলেছেন।

সালাতুত তাসবিহ নামাজের নিয়ম পর্যায়ক্রমে নিম্নে দেওয়া হলো-

  • সালাতুল তাসবিহ নামাজ হলো ৪ রাকাত।
  • অন্য নামাজের মতন করে এই নামাজ আদায় করতে হয়। প্রতি রাকাতে ৭৫ বার করে তাসবিহ পাঠ করতে হয়। তাসবিহ টি হলো -  سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلهِ وَلَا اِلهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ  উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার
  • প্রথমে নামাজে দাড়িয়ে ছানা পাঠ করে ১৫ বার তাসবিহ পাঠ করতে হবে, তারপর সূরা ফাতেহা পাঠ করতে হবে।
  • সূরা ফাতেহা পাঠ করার পর সূরা মিলাতে হবে, রুকুর আগে ১০ বার তাসবিহ পাঠ করতে হবে।
  • এরপর রুকু করতে হবে, রুকুর তাসবিহ শেষ করে ১০ বার তাসবিহ পাঠ করতে হবে।
  • এবার রুকুথেকে দাড়িয়ে ১০ বার তাসবিহ পাঠ করতে হবে।
  • এবার প্রথম সেজদাহর তাসবিহ পাঠ করে এই তাসবিহ ১০ বার পাঠ করতে হবে।
  • এবার প্রথম সেজদাহ থেকে উঠে ১০ বার তাসবিহ পাঠ করতে হবে।
  • এরপর ২য় সেজদাহর তাসবিহ পাঠ করে এই তাসবিহ ১০ বার পাঠ করতে হবে।
  • এবার ২য় রাকাত নামাজের জন্য দাড়াতে হবে। এবার ১৫ বার তাসবিহ পাঠ করে আগের মতন করে নামাজ আদায় করতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url