তওবা ইস্তেগফার দোয়া আরবি ও বাংলা উচ্চারণ - তওবার শ্রেষ্ঠ দোয়া

তওবা ইস্তেগফার দোয়া

দোয়ার নাম

তওবা ইস্তেগফার দোয়া

দোয়া আরবিতে

أَستَغْفِرُ اللهَ

দোয়া বাংলা উচ্চারণ

আস্তাগফিরুল্লা-হ।

দোয়া বাংলা অর্থ

আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি।

দোয়াটির উৎস

মিশকাত হাদিস নং ৯৬১

দোয়াটির মূলভাব

আল্লাহ তা'আলার কাছে ক্ষমা চাওয়া

তওবা ইস্তেগফার দোয়া : আস্তাগফিরুল্লা-হ। তওবা করার অর্থ হলো আল্লাহ তা'আলার কাছে ক্ষমা চাওয়া। এই তওবা ইস্তেগফার সম্পর্কে হাদিসে অনেক গুলো দোয়া আছে। আজকের এই আর্টিকেলে ৫ টি তওবা ইস্তেগফার দোয়া বর্ণনা করা হয়েছে।

তওবা ইস্তেগফার দোয়া আরবি : أَستَغْفِرُ اللهَ। তওবা ইস্তেগফার ৫ টি দোয়ার আরবি এই আর্টিকেলে দেওয়া হয়েছে।

তওবা ইস্তেগফার আরবি উচ্চারণ : আস্তাগফিরুল্লা-হ। তওবা ইস্তেগফার ৫ টি দোয়ার আরবি উচ্চারণ এই আর্টিকেলে দেওয়া হয়েছে।

তওবা ইস্তেগফার দোয়া বাংলা : আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। তওবা ইস্তেগফার ৫ টি দোয়ার বাংলা এই আর্টিকেলে দেওয়া হয়েছে।

তওবা ইস্তেগফার বাংলা উচ্চারণ : তওবা ইস্তেগফার ৫ টি দোয়ার বাংলা উচ্চারণ সহ আমল করার নিয়ম এই আর্টিকেলে দেওয়া হয়েছে।

১. তওবা ইস্তেগফার দোয়া মিশকাত হাদিস নং ৯৬১

দোয়া : أَستَغْفِرُ اللهَ

আরবি উচ্চারণ : আস্তাগফিরুল্লা-হ।

বাংলা উচ্চারণ : আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি।

আমল : সকল নামাজের ফরয ফরজ নামজ শেষ করে, সালাম ফিরানোর পর রাসুলুল্লাহ (সা:) এই দোয়া ৩ বার পাঠ করতেন।

২. তওবা ইস্তেগফার দোয়া বুখারী হাদিস নং ৬৩০৭

দোয়া : أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوْبُ إِلَيْهِ

আরবি উচ্চারণ : আস্তাগফিরুল্লা-হা ওয়া আতূবু ইলাইহি।

বাংলা উচ্চারণ : আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি ও তাঁর দিকে ফিরে আসছি।

আমল : রাসুলুল্লাহ (সা:) প্রতিদিন ৭০ বারের অধিক তাওবা ও ইসতিগফার পাঠ করতেন।

৩. তওবা ইস্তেগফার দোয়া তিরমিযী হাদিস নং ৩৪৩৪

দোয়া : رَبِّ اغْفِرْ لِيْ وَتُبْ عَلَيَّ إِنَّكَ أنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ الغَفُوْرُ

আরবি উচ্চারণ : রাব্বিগ্ ফিরলী, ওয়া তুব ‘আলাইয়্যা, ইন্নাকা আনতাত তাওয়া-বুর রাহীম। দ্বিতীয় একটি বর্ণনয় এসেছে “রাহীম” এর বদলে ‘গাফূর’ বলতে হবে।

বাংলা উচ্চরণ : হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন। নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী করুণাময়। দ্বিতীয় বর্ণনায় এসেছে, "তাওবা কবুলকারী করুণাময়" এর বদলে, তাওবা কবুলকারী ও ক্ষমাকারী।

আমল : রাসুলুল্লাহ (সা:) মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া ১০০ বার পাঠ করেছেন।

৪. তওবা ইস্তেগফার দোয়া আবু দাউদ হাদিস নং ১৫১৭

দোয়া : أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ

আরবি উচ্চারণ : আস্‌তাগফিরুল্লা-হাল্লাযী লা- ইলা-হা ইল্লা- হুওয়াল হাইয়্যুল কইয়্যূম ওয়া আতূবু ইলায়হি।

বাংলা উচ্চারণ : আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোন মা‘বূদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তাঁর কাছে তাওবাহ্ করি।

আমল : যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, আল্লাহ তা'আলা সেই ব্যক্তি কে ক্ষমা করে দিবেন। যদিও সেই ব্যক্তি যুদ্ধক্ষেত্র হতে পালিয়ে গিয়ে থাকে।

তওবার শ্রেষ্ঠ দোয়া : বোখারি শরীফের ৬৩০৬ নাম্বার হাদিসে এসেছে, রাসুল (সা:) বলেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সন্ধ্যায় "সায়্যিদুল ইস্তিগফার" পড়ে সে যদি সকাল হওয়ার আগে মারা যায়, তবে জান্নাতে প্রবেশ করবে।

৫. তওবা ইস্তেগফার দোয়া বুখারী হাদিস নং ৬৩০৬

দোয়া : اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

আরবি উচ্চারণ : আল্লাহুম্মা আনতা রব্বী লা-ইলাহা ইল্লা আনতা খালাক্কতানী ওয়া আনা আ'বদুকা ওয়া আনা আ'লা আহ্দিকা ওয়া ও’য়াদিকা মাসতাত’তু আ'উযুবিকা মিন শার্রি মা ছা’নাতু আবূউলাকা বিনি'মাতিকা আ'লাইয়্যা ওয়া আবূউলাকা বিযানবী ফাগ্ফির্লী ফাইন্নাহু লা-ইয়াগফিরুয্যুনূবা ইল্লা আনতা।

বাংলা উচ্চারণ : হে আল্লাহ তুমিই আমার প্রতিপালক। তুমি ছাড়া কোন ইলাহ নেই। তুমিই আমাকে সৃষ্টি করেছ। আমি তোমারই গোলাম। আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি। আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে মাফ করে দাও। কারন তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না।

আমল : এই দোয়া সকালে পড়ে রাতের আগে মারা গেলে অথবা রাতে পড়ে সকালের আগে মারা গেলে সে জান্নাতে যাবে।

শেষ কথা : আমরা সকল সময় এই সকল দোয়া গুলো পাঠ করে, আল্লাহ তা'আলার কাছে ক্ষমা চাইবো। হয়তো কোনো এক ওসিলাই আল্লাহ তা'আলা আমাদের ক্ষমা করে দিবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url