শিশুদের, মাসিকের ও সাধারণ পেট ব্যাথা কমানোর দোয়া বাংলা এবং আরবি

পেট ব্যাথা কমানোর দোয়া

পেট ব্যাথা কমানোর দোয়া

দোয়ার নাম

পেট ব্যাথা কমানোর দোয়া

দোয়া আরবিতে

أعوذُ باللهِ و قُدرتِه من شرِّ ما أَجِدُ و أُحاذِرُ

দোয়া বাংলা উচ্চারণ

আউজু বি-ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু।

দোয়া বাংলা অর্থ

আল্লাহর মর্যাদা তার কুদরতের উসিলায় আমি যা অনুভব এবং ভোগ করছি, তা থেকে মুক্তি চাচ্ছি।

দোয়াটির উৎস

N/A

দোয়াটির মূলভাব

পেট ব্যাথা কমানোর


পেট ব্যাথা কমানোর দোয়া আরবি : আউজু বি-ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু।

أعوذُ باللهِ و قُدرتِه من شرِّ ما أَجِدُ و أُحاذِرُ

পেট ব্যাথা কমানোর দোয়া বাংলা : আল্লাহর মর্যাদা ও তার কুদরতের উসিলায় আমি যা অনুভব এবং ভোগ করছি, তা থেকে মুক্তি চাচ্ছি।

শিশুদের পেট ব্যাথা কমানোর দোয়া : শিশুদের জন্য আলাদা পেট ব্যাথার দোয়ার কথা রাসুল (সা:) কোনো হাদিসে বলেননি। তাই শিশুদের পেট ব্যাথা করলে উপরের দেওয়া পেট ব্যাথা দোয়া পড়াতে হবে। পড়তে না পারলে বাংলাই পড়াবেন।

মাসিকের পেট ব্যাথা কমানোর দোয়া : মাসিকের পেট ব্যাথা কমানোর জন্য ২ টি দোয়া রয়েছে। দোয়া ৩ টি নিম্নে দেওয়া হলো-

১. লা, ফীহা, গওলুন ওয়া হা'হুম আনহা, ইউনযাফূন - এই দোয়াটি প্রথমে ৩ বার, তারপর ৭ বার, তারপর ১১ বার পাঠ করে ১ গ্লাস পানিতে ৩ বার ফু দিতে হবে। আল্লাহ তা'আলার উপর বিশ্বাস রেখে, যতদিন ব্যাথা থাকবে প্রতিদিন ১ বার ১ গ্লাস পানি পান করতে হবে।

২. ইয়া মুতাআল বা ইয়া মুতায়ালী - এই আল্লাহর গুণবাচক নামটি ১২১ বার পাঠ করে ১ গ্লাস পানিতে ফু দিতে হবে। আল্লাহ তা'আলার উপর বিশ্বাস রেখে, যতদিন ব্যাথা থাকবে প্রতিদিন ১ বার ১ গ্লাস পানি পান করতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url