ইসলামিক হাদিস এর বাংলা কথা - জন্মদিন নিয়ে ইসলামিক হাদিস

জন্মদিন নিয়ে ইসলামিক হাদিস

আপনি কি জানেন ইসলামিক হাদিস কি? ইসলামিক হাদিস হলো মানুষকে সঠিক পথে চলার জন্য নবী রাসুলদের জিবন জাপনের কথা। নবী রাসুল গণ কোন কাজ গুলো নিশেধ করেছেন ও কোন কাজ গুলো করতে বলেছেন সেই ব্যাপোরে সঠিক তথ্য ইসলামিক হাদিস এর মধ্যে রয়েছে।

আমাদের দেশে জন্মদিন পালন এখন প্রায় সকলে করে থাকে। আগে অর্থবৃত্ত পরিবারে জন্মদিন পালন করতো। এখন সকল শ্রেণির মানুষকে জন্মদিন পালন করতে দেখা যায়। জন্মদিন নিয়ে ইসলামিক হাদিস এ একেবারে নিষেধ করা হয়েছে এবং বেধর্মিদের অনুশরণ করতে নিশেধ করা হয়েছে। জন্মদিন নিয়ে ইসলামিক হাদিস অনেক গুলো রয়েছে যা নিম্নে কয়েকটি দেওয়া হলো।


জন্মদিন নিয়ে ইসলামিক হাদিস


জন্মদিন পালনের কথাটি এসেছে ফিরাউন এর কাছে থেকে। ইসলামে জন্মদিনের কোনো ভিত্তি নেই। এমনকি আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা:) রবিউল আওয়াল মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে অনেক মতভেদ রয়েছে। এই জন্য জন্মদিন পালন নিঃসন্দেহে ধার্মিক কাজ না। জন্মদিন নিয়ে ইসলামিক হাদিস এর কিছু সাদৃর্ষ রয়েছে, তার মধ্যে কয়েকটি হাদিস নিম্নে দেওয়া হলো।

১. জন্মদিন নিয়ে ইসলামিক হাদিস বুখারি - ২৬৬৯

রাসূলুল্লাহ (সা.) বলেন, অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির অনুসরণ করবে বিঘত-বিঘত এবং হাত-হাতের সমপরিমাণ। এমনকি তারা যদি সাপের গর্তে প্রবেশ করে, তা হলে তোমরাও তাদের পেছন পেছন যাবে।’ সাহাবায়ে কেরাম (রা.) বললেন, ‘হে আল্লাহর রাসূল! আপনি কি ইহুদি ও নাসারাদের অনুকরণ করার কথা বলছেন?’ নবী করিম (সা.) বললেন, ‘তবে আর কার?’

২. জন্মদিন নিয়ে ইসলামিক হাদিস সহিহুল জামে - ৬০২৫

নবী করিম (সা.) বলেন, "যে ব্যক্তি যে জাতির নমুনা অবলম্বন করবে, সে ব্যক্তি সেই জাতিরই দলভুক্ত।"

৩. জন্মদিন নিয়ে ইসলামিক হাদিস সিলসিলাহ সহিহা - ২১৯৪

নবী করিম (সা.) আরও বলেন, ‘সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, যে আমাদের ছেড়ে অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে। তোমরা ইহুদিদের সাদৃশ্য অবলম্বন কর না, খ্রিস্টানদেরও সাদৃশ্য অবলম্বন কর না।’

৪. জন্মদিন নিয়ে আয়াত সূরা আরাফ - ৩

আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তার অনুসরণ কর। তাঁকে বাদ দিয়ে অন্য কারও অনুসরণ কর না। তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ কর।’

শেষ কথা


আমাদের এই educationbangla.info ওয়েব সাইটে আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ সহ সকল দোয়া, হাদিস, আমল, জিকির, তাসবিহ, নিয়ত ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা আমাদের ওয়েব সাইট ঘুরে সকল কিছু দেখতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url