আহলে হাদিস কি, কেন ও কারা - আহলে হাদিসের ভন্ডামি, ভুল, আকিদা ও উৎপত্তি

আহলে হাদিস কি

আপনারা কি জানেন আহলে হাদিস কি? না জানলে এই আর্টিকেলে বিস্তারিত জানতে পারবেন। আহলে হাদিস এর সমর্থক শব্দ গুলো হলো আসহাবুল হাদীস, সাহিবুল হাদীস, আসহাবুল আসার, সাহিবুল আসার, আহলুস সুন্নাহ, মুহাদ্দিস ইত্যাদি। আহলে হাদিস হলো যারা হাদিস পরিপূর্ণ মেনে চলে তাদেরকে বোঝানো হয়। যারা নিজেদের আহলে হাদিস হিসেবে পরিচয় দেয় তাদের গুনহা হবে না। কিন্তু মহানবী (সা:) আমাদের মুসলিম নাম দিয়ে গেছেন এটি আমাদের জন্য উত্তম পরিচয়।


এই আর্টিকেলে আমরা যে সকল বিষয় গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হলো-
১. আহলে হাদিসের উৎপত্তি ও প্রতিষ্ঠাতা
২. আহলে হাদিসের আকিদা
৩. আহলে হাদিস কি ও কেন এবং কারা
৪. আহলে হাদিসের ভন্ডামি ও ভুল

আহলে হাদিসের উৎপত্তি ও প্রতিষ্ঠাতা


আহলে হাদিসের উৎপত্তি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহ. এর হাত ধরেই হয়েছিলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহ. এর পূর্বে আহলে হাদিসের কথা তেমন শোনা যায় নি। তবে আহলে হাদিসের সমর্থক শব্দ পূর্বের সাহাবা তাবিয়ীদের যুগে কিছুটা লক্ষ্য করা গিয়েছিলো। নবম শতাব্দিতে খলীফা মামুনুর রশীদের খিলাফত এর যুগে যখন কুরআন আল্লাহর তা'আলার সৃষ্টি নয় এই দ্বন্দে মাথা চাড়া দিয়ে উঠে "ইমাম আহমদ ইবনে হাম্বল" এবং তার হাদীস বিশেষজ্ঞ শিষ্যগণ এক্ষেত্রে নীরবতার পথ অবলম্বন করেন। তখন থেকেই আহলুল হাদীস শব্দটি ব্যাপকভাবে আলোচনায় উঠে আসে।

অক্সফোর্ড ইসলামিক স্টিডিউ এর একটি সূত্র মতে ইসলাম আগমনের তৃতীয়তম শতাব্দির দিকে সমসাময়িক আইন শাস্ত্রের আলেমদের হাদীসের উপর অধিক জোর দেয়ার মাধ্যমে আহলে হাদিসের উৎপত্তি হয়।

আহলে হাদিসের আকিদা


আহলে হাদিসের আকিদা হলো নিজেকে হাদিস অনুশারী বলে দাবি করা। সাধারণ ভাষায় বলতে গেলে আমরা যেমন যে শিক্ষা দেয় তাকে শিক্ষক বলি, যে ট্রিটমেন্ট দেয় তাকে ডাক্তার বলি। ঠিক এমনি যে হাদিস অনুসরণ করে জিবন জাপন করে তাদের আহলে হাদিস বলা হয়। তাদের আকিদা হাদিস পরিপূর্ণ মেনে চলা। তবে এদের কিছু কিছু আকিদা এর উপর অনেক সমালোচনা রয়েছে তা নিম্নে আমরা জানতে পারবো।

আহলে হাদিস কি ও কেন এবং কারা


আহলে হাদিস কি ও কেন এবং কারা? এই প্রশ্নের উত্তর আপনারা আগেই পেয়ে গেছেন, তারপরও আমি সংক্ষেকে নিম্নে দিয়ে দিলাম।

আহলে হাদিস কি : আহলে হাদিস হলো যারা হাদিস পরিপূর্ণ মেনে চলে তাদেরকে বোঝানো হয়।

আহলে হাদিস কেন : যারা নিজেদের হাদিস অনুশারী বলে সকল কে চেনাতে চাই, তাদের জন্য আহলে হাদিস নাম।

আহলে হাদিস কারা : যারা পরিপূর্ণ হাদিস মেনে চলে তারা আহলে হাদিস।

আহলে হাদিসের ভন্ডামি ও ভুল


আহলে হাদিসের ভন্ডামি ও ভুল অনেক রয়েছে। এর মধ্যে নিম্নে কয়েকটি দেওয়া হলো-

ঈমান ও কালিমা


কালিমা তাইয়্যিবাহ -

لَا إلهَ إلَّا اللهُ مُحَمَّدُ رَّسُوْلُ اللهِ 

১. এটি ভুল। (মুহাম্মদ নজরুল ইসলাম, মাযহাবীদের গুপ্তধন-৩৩)
২. এটা মানুষের বানানো কথা। কুরআন হাদীসের কোথাও নেই।
৩. এটা কোন পবিত্র বাক্য নয়। (আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, কালিমার মর্মকথা, পৃষ্ঠা-৩১৮)

মহান আল্লাহ তা'য়ালা


৪. আল্লাহ তা'য়ালা আরশে গিয়ে বসেন। (ড. গলীব, সোনামনিদের জ্ঞানকোষ, ১ম খন্ড পৃঃ ৩৬)
৫. আল্লাহর (মানুষের মত) দুই হাত, দুই পা, দুই চোখ, চেহারা ইত্যাদি দৈহিক অঙ্গ-প্রতঙ্গ আছে এবং দেহ ও শরীর আছে। তাঁর দেহ ও শরীরগত অস্তিত্বের ওপর ইমান আনলে আল্লাহর প্রতি ইমান আনা হয়। (আব্দুর রাজ্জাক, কে বড় লাভবান, পৃঃ ১০; পৃষ্ঠাসংখ্যা: ১৯৩ দ্বিতীয় সংস্করণ: ২০১১ খ্রিষ্টাব্দ মুদ্রিত) 

রাসূলুল্লাহ (সাঃ)


৬. আল্লাহর রাসূল (সা:) মানুষকে যে সমস্ত আয়াত শিখিয়েছেন তা তিনি ভুলে যেতে পারেন। (আল ফাতাওয়াল কুয়্যেতিয়্যা লিল আলাবানী, পৃ-৩০)
৭. রাসূল (সাঃ) শরীয়তের ক্ষেত্রে ভুল করেছেন । (মুজাফফর বিন মুহসিন)
৮. নবীগণ নিষ্পাপ এটা সাধারণ বা ব্যপক নয়। (ফাতাওয়াল আলবানী ফিল মদীনাতি ওয়াল ইমারত, পৃ-১৮)
১০. নবী রাসূলগণ বিভিন্ন ধরণের সগীরা গুনাহ ও আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে থাকেন। (আল ফাতাওয়াল কুয়্যেতিয়্যা লিল আলবানী, পৃ-২৯)

এছাড়া আরো অনেক বিষয় রয়েছে।

শেষ কথা


আমাদের এই educationbangla.info ওয়েব সাইটে আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ সহ সকল দোয়া, হাদিস, আমল, জিকির, তাসবিহ, নিয়ত ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা আমাদের ওয়েব সাইট ঘুরে সকল কিছু দেখতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url