তাহাজ্জুদ নামাজের নিয়ম

তাহাজ্জুদ নামাজের নিয়ম

তাহাজ্জুদ নামাজের নিয়ম অন্য নামাজের মতন, তবে এই নামাজের নির্দিষ্ট সময় রয়েছে। তাহাজ্জুদ আরবী শব্দ এর অর্থ হলো ঘুম থেকে জাগা। শেষ রাতে যে নফল নামাজ আদায় করা হয়, তাকে তাহাজ্জুদের নামাজ বলে।


তাহাজ্জুদের নামাজ ২ রাকাত করে পাঠ করতে হয়। রাসুল (সা:) ২, ৪, ৮ বা ১২ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। এশার নামাজের পর থেকে ফজরের আগে পর্যন্ত সময়ে এই নামাজ আদায় করা যায়। নিম্নে তাহাজ্জুদ নামাজের নিয়ম দেওয়া হলো-

  1. প্রথমে তাকবিরে তাহরিমা "আল্লাহু আকবার" বলে নিয়ত বাঁধতে হবে।
  2. এরপর ছানা পঠ করতে হবে।
  3. এবার সূরা ফাতেহা পাঠ করতে হবে।
  4. সূরা মিলানো তথা কেরাত পাঠ করতে হবে।
  5. এরপর অন্যান্য নামাজের ন্যায় রুকু ও সেজদা আদায় করতে হবে।
  6. এভাবেই দ্বিতীয় রাকাআত নামাজ আদায় করে তাশাহহুদ, দরূদ ও দোয়া মাছুরা পড়ে সালাম ফেরাতে হবে।
  7. এই ভাবে তাহাজ্জুদের নামাজ শেষ করতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url