সকাল সন্ধ্যার আমল

সকাল সন্ধ্যার আমল

সকাল সন্ধ্যার আমল করে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। সকাল সন্ধ্যার বলতে দিনে যে কোনো সময়ের কথা বলা হয়েছে। আমাদের এই দুনিয়াতে এক মাত্র লক্ষ হলো জান্নাত লাভ করা। জান্নাত পাওয়ার জন্য আমাদের আমলের পাল্লা ভারী করতে হবে। তাই আমাদের সকাল সন্ধ্যার আমল করতে হবে। নিম্নে ২ টি সকাল সন্ধ্যার আমল হাদিস সহ দেওয়া হলো-


১. সুনানে তিরমিজি, হাদিস নাম্বার ৩০১১ : হজরত ছাওবান (রা:) বলেন, রাসূল (সা:) বলেছেন, কোনো ব্যক্তি যদি দৈনিক সকাল-সন্ধ্যা ৩ বার "রাজিতু বিল্লাহি রাব্বাও ওয়াবিল ইসলামী দ্বীনাও ওয়াবি মুহাম্মাদিন নাবিয়া" দোয়াটি পাঠ করে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তায়ালা নিজের ওপর আবশ্যকীয় করে নেন কিয়ামতের দিন সেই ব্যক্তিকে খুশি করান।

২. ইবনে মাজাহ, হাদিস নাম্বার ৩৮৭১ : হজরত ইবনে উমার (রা:) বলেন, রাসূল (সা:) সকালে ও সন্ধ্যায় উপনীত হয়ে একটি দোয়া পাঠ করতেন। দোয়াটি হলো - "আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ্দুনিয়া ওয়াল আখিরাতি। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দ্বীনি ওফি দুনইয়া ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মাসতুর আরোতি ওয়া আমিন রাওআতি। আল্লাহুম্মাহফাজনি মিম্বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া শিমালি ওয়া মিন ফাওকি। ওয়া আউজুুবি আজামাতিকা আন উগতালা মিন তাহতি।"

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url