সর্বশ্রেষ্ঠ ঋণ পরিশোধের দোয়া আরবি এবং বাংলা অর্থসহ - কখন পাঠ করবেন?

ঋণ পরিশোধের দোয়া

ঋণ শব্দের সাথে আমরা সকলেই পরিচিত। আমাদের মধ্যে অনেকে ঋণ রয়েছে। আমরা প্রায় ঋণ পরিশোধ করতে ব্যার্থ হয়ে থাকি। রাসুল (সা:) পাহাড় সমান ঋণ থেকে মুক্তির দোয়া আমাদের বলেছেন। এই আর্টিকেলে ঋণ মুক্তির দোয়া, দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি লাভের দোয়া, ঋণ থেকে মুক্তি পাওয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া নিয়ে আলোচনা করা হয়েছে এবং ঋণ পরিশোধের হাদিস দেওয়া হয়েছে।


ঋণ পরিশোধের দোয়া


তিরমিজি শরীফের একটি হাদিসে এসেছে, হজরত আলি (রা:) বলেন, একজন চুক্তিবদ্ধ গোলাম বা ক্রীতদাস তাঁর কাছে আসে, সেই ব্যক্তি বলে আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপরাগ হয়ে পড়েছি। আমাকে আপনি সহযোগিতা করুন। তিনি বললেন, আমি তোমাকে কি এমন একটি দোয়া শিখিয়ে দেব না। যে দোয়া আমাকে রাসুলুল্লাহ (সা:) শিখিয়েছিলেন? যদি তোমার উপর পর্বত পরিমাণ ঋণও থাকে তবে আল্লাহ তাআলা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দেবেন। দোয়াটি নিম্নে দেওয়া হলো-

ঋণ পরিশোধের দোয়া আরবিতে : اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

ঋণ পরিশোধের দোয়া বাংলায় উচ্চারণ : আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।

ঋণ পরিশোধের দোয়া অর্থ : হে আল্লাহ! তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখ এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল (ঋণমুক্ত) করো।

ঋণ পরিশোধের দোয়া কখন পাঠ করতে হয়?


প্রথমে আমাদের ঋণমুক্তির নিয়তে করতে হবে। এরপর সকাল-সন্ধ্যা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা ও দোয়া করতে হবে। এর পাশাপাশি ঋণমুক্ত হওয়ার সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। তাহলে মহান আল্লাহ ওই বান্দাকে ঋণ থেকে মুক্ত করবেন ইনশআল্লাহ।

রাসুল (সা:) সব সময় ভয়-চিন্তা-পেরেশানির পাশাপাশি ঋণ থেকে আল্লাহ তা'আলার কাছে মুক্তি চাইতেন।

ঋণ মুক্তির দোয়া


আরো একটি বুখারী শরীফের হাদিসে এসেছে, হজরত আনাস ইবনু মালিক (রা:) বলেন, রাসুল (সা:) যখন অবতরণ করতেন, তখন প্রায়ই সময় তাকে এই দোয়া পড়তে শুনতাম-

ঋণ মুক্তির দোয়া আরবি : اللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

ঋণ মুক্তির দোয়া বাংলা : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আঝযি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল ঝুবনি ওয়া দালায়িদ-দাইনি ওয়া গালাবাতির-রিঝালি

ঋণ মুক্তির দোয়া অর্থ : হে আল্লাহ! আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে আশ্রয় চাই; অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই; কৃপণতা ও ভীরুতা থেকে আশ্রয় চাই; ঋণভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে মুক্তি চাই।

ঋণ পরিশোধের করার সময় দোয়া


মুসনাদে আহমাদ শরীফের একটি হাদিসে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে আবু রবিআ আল-মাখযুমি (রা:) বলেন, রাসুল (সা:) হুনাইন যুদ্ধের সময় তার কাছ থেকে তিরিশ অথবা চল্লিশ হাজার দিরহাম ঋণ নিয়েছিলেন। রাসুল (সা:) যুদ্ধ থেকে ফিরে এসে তার পাওনা পরিশোধ করেন। এরপর রাসুল (সা:) দোয়া করে করেন-

بارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ، إِنَّمَا جَزَاءُ السَّلَفِ الْحَمْدُ وَالأَدَاءُ

উচ্চারণ : বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা; ইন্নামা ঝাযাউস-সালাফিল হামদু ওয়াল-আদাউ।

অর্থ : আল্লাহ তাআলা তোমাকে তোমার পরিবার ও সম্পদে বরকত দান করুন। নিশ্চয়ই ঋণের প্রতিদান হলো- তা পরিশোধ করা এবং প্রশংসা করা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url