মা বাবার জন্য দোয়া বাংলা আরবিতে অর্থসহ

মা বাবার জন্য দোয়া

এই পৃথিবীতে আল্লাহ তা'আলার পর আপনাকে সব থেকে বেশি ভালোবাসে আপনার মা বাবা। তাই আমাদের উচিত তাদের ভালোবাসা। কোরআন হাদিসে মা বাবার জন্য অনেক ধরণের দোয়া দেওয়া হয়েছে। নিম্নে কয়েকটি দোয়া দেওয়া হলো-


মা বাবার জন্য দোয়া


১. সুরা বনি ইসরাইল ২৪ নাম্বার আয়াতে মা বাবার জন্য দোয়া এসেছে,


মা বাবার জন্য দোয়া আরবিতে : رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

মা বাবার জন্য দোয়া বাংলা উচ্চারণ : রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।

মা বাবার জন্য দোয়া অর্থ : হে আমার পালনকর্তা! আমার মা বাবার প্রতি দয়া কর, যেভাবে তারা আমাকে শৈশবে লালন-পালন করেছেন।

২. সুরা ইবরাহিম ৪১ নাম্বার আয়াতে মা বাবার জন্য দোয়া এসেছে,


মা বাবার জন্য দোয়া আরবিতে : رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَابُ

মা বাবার জন্য দোয়া বাংলা উচ্চারণ : রাব্বানাগফিরলি ওয়ালিওয়ালিদাইয়্যা ওয়া লিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।

মা বাবার জন্য দোয়া অর্থ : হে আমার প্রতিপালক! শেষ বিচারে যেদিন হিসাব কায়েম করা হবে, সেদিন আপনি আমাকে, আমার বাবা-মাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দেবেন।

৩. সুরা নুহ ২৮ নাম্বার আয়াতে মা বাবার জন্য দোয়া এসেছে,


মা বাবার জন্য দোয়া আরবিতে : رَّبِّ ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِمَن دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا تَبَارًۢا

মা বাবার জন্য দোয়া বাংলা উচ্চারণ : রাব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়্যা ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়া লিলমুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাযিদিজ জ্বালিমিনা ইল্লা তাবারা।

মা বাবার জন্য দোয়া অর্থ : হে আমার প্রতিপালক! আপনি আমার মা বাবাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী-পুরুষকে ক্ষমা করুন আর আপনি জালিমদের ধ্বংস ছাড়া আর কিছুই বাড়িয়ে দেবেন না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url