কবর জিয়ারতের দোয়া

কবর জিয়ারতের দোয়া

কবর জিয়ারতের জন্য প্রথমে কবরস্থানে যেতে হবে, এরপর দোয়া পড়তে হবে। মৃতের বা কবরবাসীর মাগফিরাতের জন্য আল্লাহ তা'আলার কাছে দোয়া করতে হবে। এই আর্টিকেলে কবর জিয়ারতের ২ টি দোয়া নিম্নে দেওয়া হলো।


১. আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত (তিরমিজি, হাদিস : ১০৫৩)


কবর জিয়ারতের দোয়া


কবর জিয়ারতের দোয়া আরবিতে : السَّلاَمُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالأَثَرِ

কবর জিয়ারতের দোয়া বাংলা উচ্চারণ : আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর; ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আ-সার।

কবর জিয়ারতের দোয়া অর্থ : হে কবরবাসী! তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আমাদের ও তোমাদের ক্ষমা করুন, তোমরা আমাদের আগে কবরে গিয়েছ এবং আমরা পরে আসছি।

২. আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত (মুসলিম, হাদিস : ২৪৯)


কবর জিয়ারতের দোয়া


কবর জিয়ারতের দোয়া আরবিতে : السَّلامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤمِنينَ وإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاحِقُونَ

কবর জিয়ারতের দোয়া বাংলা উচ্চারণ : আসসালামু আলাইকুম দারা ক্বাওমিম মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা-হিকুন।

কবর জিয়ারতের দোয়া অর্থ : মুমিন এই ঘরবাসীদের ওপর শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ আমরা আপনাদের সঙ্গে মিলিত হবো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url