ঘুম থেকে উঠার দোয়া আরবিতে এবং বাংলা উচ্চারণ

ঘুম থেকে উঠার দোয়া আরবিতে এবং বাংলা উচ্চারণ

আমদের প্রতিদিন ঘুমানো এবং ঘুম থেকে উঠাতে হয়। ঘুম থেকে উঠার পর হাদিসে দোয়া পাঠ করার কথা উল্লেখ হয়েছে। আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠে আল্লাহ তা'আলার প্রশংসা ও কৃতজ্ঞতা করার জন্য দোয়া পাঠ করা উত্তম। ঘুম থেকে উঠার বুখারি শরীফের একটি হাদিসে দোয়া পাঠ করার কথা উল্লেখ করা আছে। দোয়া টি নিম্নে দেওয়া হলো।


ঘুম থেকে উঠার দোয়া


ঘুম থেকে উঠার দোয়া আরবিতে : الحمدُ لله الذي أحيَانَا بَعْدَ مَا أماتَنَا وإليه النُّشُوْر

ঘুম থেকে উঠার দোয়া বাংলা উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাজি আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।

ঘুম থেকে উঠার দোয়া বাংলা অর্থ : সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত করার পর পুনরায় জীবিত করেছেন। আর তার দিকেই সবার পুনরুত্থান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url