ইমামের নামাজের নিয়ত (সকল প্রকার নামাজের)

ইমামের নামাজের নিয়ত

ইমামের নামাজের নিয়ত : নিয়ত হলো আরবি শব্দ। এর অর্থ হলো মনের ইচ্ছা বা সংকল্প। নামাজের আগে নিয়ত করতে হয়। এই আর্টিকেলে ইমামের নামাজের নিয়ত আরবি এবং ইমামের নামাজের নিয়ত বাংলায় কোন নামাজে কি পড়তে হয় তা আলোচনা করা হয়েছে।

ইমামতি করার নিয়ম : পাক-পবিত্র হয়ে সকল মুসুল্লিদের অনুমতি নিয়ে মুসুল্লিদের সামনের কাতারে দাড়াতে হবে। এর পর মুসুল্লিদের মধ্যে কেউ একজন আকামত দিবে তারপর নামাজ শুরু করতে হবে। নামাজ শুরু করার আগে নিয়ত করতে হবে। নামাজের নিয়ত সম্পর্কে ধরা বাধা কোনো নিয়ম নেই। সকল নামাজের নিয়ত নিম্নে দেওয়া হয়েছে।

ইমামতি করার নিয়ত : আপনার মনের ভাব প্রকাশ করতে পারলেই হবে। আপনি কর রাকাত কোন নামাজ পাঠ করছেন এটা বলে আল্লাহু আকবার বল্লেই হবে। আবার  ইমামতি করিতে পড়িতে নিয়ত করতে পারেন -আনা ইমামুল্লিমান হাজারা ও মাইয়্যাফজুরু সহ মুতাওয়াজ্জিহান বলতে হবে । আর ইমামের পিছনে নামাজ পড়িতে হলে বলতে হবে (এক্তাদাইতু বিহা-যাল ইমামি মুতা ওয়াজ্জিহান…)

ফজরের নামাজের ইমামতির নিয়ত : নাইতুয়ান উছাল্লিয়া লিল্লাহি তা'আলা রাকায়াতাই সালাতিল ফাজরি ফারদুল্লাহি তা'আলা আনা ইমামুল্লিমান হাজারা ও মাইয়্যাফজুরু মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি্ল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

যোহরের নামাজের ইমামতির নিয়ত : নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তায়ালা আরবায়া রাকয়াতিস সালাতি জুহরি ফারদুল্লাহি তায়ালা আনা ইমামুল্লিমান হাজারা ও মাইয়্যাফজুরু মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি্ল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

জুমার নামাজের ইমামতির নিয়ত : নাওয়াইতু আন উসাক্বিতা আ’ন যিম্মাতি ফারদুজ্জুহরী বিআদায়ি রাকআতাই ছালাতিল জুমুআতি ফারদুল্লাহি তাআলা  আনা ইমামুল্লিমান হাজারা ও মাইয়্যাফজুরু মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কা’বাতিশ্‌ শারিফাতি আল্লাহু আকবর।

আসরের নামাজের ইমামতির নিয়ত : নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তায়ালা আরবায়া রাকয়াতিস সালাতি আসরি ফারদুল্লাহি তায়ালা আনা ইমামুল্লিমান হাজারা ও মাইয়্যাফজুরু মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি্ল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

মাগরিবের নামাজের ইমামতির নিয়ত : নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তায়ালা ছালাছা রাকয়াতিস সালাতিল মাগরিব ফারদুল্লাহি তায়ালা আনা ইমামুল্লিমান হাজারা ও মাইয়্যাফজুরু মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি্ল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

এশার নামাজের ইমামতির নিয়ত : নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তায়ালা আরবায়া রাকয়াতিস সালাতি এশায়ী ফারদুল্লাহি তায়ালা আনা ইমামুল্লিমান হাজারা ও মাইয়্যাফজুরু মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি্ল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

তারাবি নামাজের ইমামতির নিয়ত : নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা, রাকাআতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা,  আনা ইমামুল্লিমান হাজারা ও মাইয়্যাফজুরু  মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

ঈদুল ফিতর নামাজের ইমামতির নিয়ত : নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাইন সালাতিল ইদিল ফিতরি মাআ সিত্তাতিত তাকবিরাতি ওয়াঝিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াঝঝিহান ইলা ঝিহাতিল কাবাতিশ শারিফাতি, আল্লাহু আকবার।

ঈদুল আজহা নামাজের ইমামতির নিয়ত : নাওয়াইতু আন উছাল্লিায়ালিল্লাহি তা’আলা রাকাতাই সালাতি ঈদিল আদ্বহা মাআ সিত্তাতি তাকবিরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

জানাযার নামাজের ইমামতির নিয়ত পূরুষদের জন্যে : নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহে তায়ালা আরবা আ তাকবীরাতে ছালাতিল জানাজাতে ফারজুল কেফায়াতে আচ্ছানাউ লিল্লাহি তায়ালা ওয়াচ্ছালাতু আলান্নাবীয়্যে ওয়াদ্দোয়াউ লেহাযাল মাইয়্যেতে এক্কতেদায়িতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতে আললাহু আকবার।

জানাযার নামাজের ইমামতির নিয়ত মহিলাদের জন্যে : নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহে তায়ালা আরবা আ তাকবীরাতে ছালাতিল জানাজাতে ফারজুল কেফায়াতে আচ্ছানাউ লিল্লাহি তায়ালা ওয়াচ্ছালাতু আলান্নাবীয়্যে ওয়াদ্দোয়াউ লেহাযিহিল মাইয়্যেতে এক্কতেদায়িতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতে আললাহু আকবার।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url