আযানের দোয়া আরবিতে এবং বাংলা উচ্চারণ অর্থসহ

আযানের দোয়া

আমরা প্রতিদিন ৫ বার আযান শুনতে পাই। এই আযান শোনার পর দোয়া পাঠ করতে হয়। এই দোয়া পাঠ করা বাধ্যতামূলক না, তবে আল্লাহ তা'আলার সন্তুষ্টি লাভের জন্য আমরা এই দোয়া পাঠ করবো।


আযানের দোয়া


আযানের দোয়া আরবিতে : اللهُم رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلوةِ الْقَائِمَةِ أَتِ مُحَمَّدَنِ الْوَسِيلَةَ وَالْفَضِيْلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَّحْمُودَنِ الَّذِي وَعَدْتَهُ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيْعَادَ.

আযানের দোয়া বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা রাব্বা হাজিহিদ্দাওয়াতিত্তাম্মাতি ওয়াচ্ছালাতিল কায়িমাতি আতি মুহাম্মাদানিল ওয়াছিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াবআছহু মাকামাম্মাহমুদানিল্লাজী অয়া দতাহু ইন্নাকা লা-তুখলিফুল মীআদ।

আযানের দোয়া বাংলা অর্থ : হে আল্লাহ! যিনি এই পূর্ণ আহ্বানের ও চিরস্থায়ী নামাজের মালিক ও অধিকারী- আপনি মহানবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অছিলা ও মর্যাদা দান করুন এবং তাঁকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দিন, যে সম্পর্কে আপনি পূর্বেই তাঁর নিকট ওয়াদা করেছেন। নিশ্চয়ই আপনি ওয়াদা ভঙ্গ করেন না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url